Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান বীরেন আচার্য্য (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান বীরেন আচার্য্য (সেরা)

অনন‍্য সৃষ্টি সাহিত‍্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১২২ বিষয় - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আসুক ভোর

আমি দেখি সেই ভোর- আগুন রঙা ভোর, সূর্য পুব দিগন্তে - ভেসে আসা কান্নার উদ্বেলিত তরঙ্গ, আর- রক্ত নদীর স্রোত ; সেই ২১শের ভোর । ফাগুনের ঝরা পাতার দিনে পলাশের পাপড়ি ছুঁয়ে কতকগুলো লাশ ; এক.....দুই ....তিন .... চার .... প্রতীক্ষার ভারাক্রান্ত বাতাস , সচকিত অসংখ্য রক্তরেণুতে তোলে বেদনার্ত ঝংকার ; রফিক , বরকত , জব্বার , সালাম শফিউর , অহিউল্লাহ - । বাতাসে ফেরে আজও সেই কান্না - আজ আর সে জ্বালা নেই; রক্তস্নান শেষে আমার ভাষা মাঠে সোনালী ধানশিষে চুয়ানো শিশিরে হাসে না ; হাসতে দিই না - একবুক তৃপ্তিহীন তৃষ্ণা ; হারিয়ে যাওয়া নিকোনো উঠোনে স্মৃতির তুলসী তলায় বাংলা মা কে খোঁজা । আজ ভুজঙ্গ ফণায় বিদ‍্যুৎ জিহ্বায় নিজের শব - নিজেদের শব ; নিখাদ সোনায় মোড়া কফিনে বিজাতীয় সুখে ঈশ্বর ফেলে চোখের জল, নিবিড় অন্ধকারের বুক চিরে এক চিলতে আলো পড়ে -; দেখি ক্রন্দনরতা জননী অসহায় ভাবে দু হাত বাড়িয়ে বলে - " ওরে রফিক , বরকত , জব্বার , সালাম ঘুম থেকে ওঠ বাবা ! এখনো রয়েছে অনেক বাধা অনেক অবমাননা মাতৃদুগ্ধের - ওরে ! চারিদিকে অশ্রদ্ধার পাহাড় । ওঠ বাবা ওঠ ! একটা ভোর আন্ ; সেই আগুন রঙা ভোর । "
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register