Fri 19 September 2025
Cluster Coding Blog

প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউ ইয়র্ক)

maro news
প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউ ইয়র্ক)

এখানে

  আর নয় এখানে এভাবে - আমাকে উজাড় কর বেয়াদব বাতাস, রঙ্গিলা রোদ বুকে টেনে নাও মাতাল করা মেঘ, বিবসনা বিজলি   আমাকে লুফে নাও নোংরামি- নতশির, হতাশার হইচই এসো সুখে শুয়ে পড়ি- লজ্জা, অপমান অমানিশা   আমাকে জড়িয়ে নাও অসভ্যতার জাদু, মিথ্যা মায়া উড়িয়ে নাও- ঘৃণার ঘূর্ণি, অসময়ের স্রোত নষ্ট কর, আমাকে নষ্ট কর নিসিদ্ধ নগর   এখানে অভিনয়ই সেরা, নকল জিতে প্রথম পুরস্কার মাকালের, ভেজালের প্রশংসায় ভূমিকম্প কণ্ঠস্বরে সবার   দালালিতে- দলাদলিতে দক্ষরাই এখানে পয়গম্বর ও প্রশাসক কুৎসিত কামড়াকামড়িতেই স্বপ্ন- শান্তির ঠিকানা   ভালো থাকা ভালো নয়, এখানে সুস্থতা সুন্দর নয় মোটেও আদর্শ অচল, মানবাধিকারের মৃত্যু সমানে সবখানে   অসুস্থ ও প্রতিবন্ধীরাই এখানে অমর ও উজ্জ্বল চিরকাল ভণ্ডদের জন্য বাহবা, আর নয় এখানে- কোনভাবেই।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register