কাব্যানুশীলনে জয়ীতা চক্রবর্তী আচার্য
নকশিকাঁথা
শীতের আকাশ, অপাপবিদ্ধ
মনের ঘরে,গায়ের গন্ধ শুঁকি।।
নকশিকাঁথা বুনে,,,
সময়ের ভীড়ে,
তাপমাত্রা বেড়েছে
আঙ্গুলের ছুঁয়ে ছুঁয়ে
কড়া নড়ে উঠে
সাড়াশব্দ হীন,
শূন্যের গায়ে পা তুলে
হেলান দিয়ে, শূন্যের শান্ত গহীনে।
জীবন অন্যমুখী
নিজেই নিজের ঘরে রুগী।
0 Comments.