Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১১৯ বিষয় - আলাপী মন/ মানসী/ অন্তর্জাল

অন্তর্জাল

অন্তর্জালে আবদ্ধ আজ জগৎ, স্থান- কালের দূরত্ব গেছে ঘুচে। সবই এখন পলকে মুঠোয় দেয় ধরা, দেশ সীমানার গণ্ডিটুকু মুছে। সভ্যতার এই নয়া প্রগতির দৌড়ে, পরিচিত- অপরিচিতর আগল গিয়েছে ভেঙে। সবাই আজ সবার প্রতিবেশী, ভাষাভাষীর দুর্বোধ্য পাহাড়টাকে লেঙ্ঘে। এরই মাঝে আছে কিছু দুর্বৃত্তের ফাঁদ, আছে কিছু ঘাতকের অব্যর্থ হানা। উর্ণনাভর সূক্ষ্মতম জালবিস্তারে, মায়াবশে করে তারা শিকারকে নিশানা। আজ কিছু নেই আবডাল আর কারো, ঘরটুকুও যেন সর্বসমক্ষে প্রকাশিত। আপন যাপনের পর্দাটুকু গেছে খসে, কারো কিছু নেই, আজ আর ব্যক্তিগত! কিছু ভালো, কিছু মন্দেরই এই ফেরে, অন্তর্জাল আজ বেঁধেছে পাকে- বিপাকে। তবু এতো প্রগলভ বাতুলতার ভিড়ে, মনের খবর কে বা কতোটুকু রাখে! বিজ্ঞানের এই জয়ের যাত্রাপথে সাফল্য, অভিশাপ আছে দুই পাল্লায়। মনের প্রসারিত দূরদৃষ্টির বলে, বরো সঠিকরে আপন জীবনের সীমায়।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register