T3 || শ্যামা আমার || দীপাঞ্জলী সংখ্যায় অঞ্জন ব্যানার্জ্জি
শ্যামা
মাঝে মাঝে নামে বন্যা
দু-চোখে অঝোরে কান্না
সামান্য ত্রুটিতে
কান্নার জলে ভেসে যাই
ইতি-উতি হাতরাই হাতিয়ার
যদি মেলে কোনো অজুহাত
সমুখে দাঁড়াতে পারি স্ব-বেশে।
ভুলেছি আনতে পুজোর ফুল
আজ লক্ষ্মীবার
লক্ষ্মী রেগে উগ্রচন্ডী
বুকের উপরে নাচছে
কথার ত্রিশুলে বিঁধে
কান্নার লাভাতে ভাসিয়ে
কখন শান্ত হবে শ্যামা
আমি মর্ত্যের মহাদেব জানিনা
আমার হাতিয়ার নিষ্ফলা।
0 Comments.