T3 || শ্যামা আমার || দীপাঞ্জলী সংখ্যায় আলতাফ হোসেন উজ্জ্বল
শিমুল ফুলের বসন্ত
আমি শিহরিত
তোমার ঐশী নীল রঙের ছোঁয়ায়:
নাম লিখবো নতুন জাগরণের
নতুন কোন বসন্তের,
ফুল নিয়ে নতুন শব্দ হবে নয়নে
থাকবে আশা!
শিমুল ফুলের বসন্ত ভোরে
অঞ্জলি দিতে চাই,
বেলি ফুলের পাপড়িগুলোম
গোধুলীর আলোয় চকচক স্বপ্ন হবে
ভেসে উঠা মুগ্ধ বাসন্তী রঙ।
ছবি ও ছন্দের - দেখা ও অদেখা
অঞ্জলি হৃদয় কম্পন বৃন্দাবন,
ভুরু কুঁচকে চোখের ঝাপসা নয়নে
কেঁদে উঠে ঝর্ণার শব্দ,
চর্যা সহজ সরল মনের কোঠায়
আরো দৃঢ় সংকল্প মায়াবী জাল।
তুমি দূর্বা ফুলের কলি
না বলা কথা - যেন খোঁপাতে
টুক -টাক বেলী ফুল,
অদৃশ্যমান নীলমণি তুমি অফুরন্ত
রূপ-যৌবন ভালোবাসার আঙিনা।।
0 Comments.