Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 || স্তুতি || শারদ 26য় মীনাক্ষী চক্রবর্তী সোম

maro news
T3 || স্তুতি || শারদ 26য় মীনাক্ষী চক্রবর্তী সোম

আগমনী

মন ভালো করা বিশুদ্ধ বার্তা- দুর্গাপূজা, মা আসছে। অকালবোধন হোক নয় কালের বোধন- ফুরফুরে মন, মা আসছে। শিউলি ফুটুক নাহয় কাশফুল - গন্ধ একটাই, মা আসছে। শারদীয়া পুজো কিংবা নবরাত্রি- আনন্দের জোয়ার, মা আসছে। পেঁজা তুলো মেঘ কিম্বা সাদা- কবিতায় নীল দিগন্ত, মা আসছে। ডাকের প্রতিমা অথবা কাঠামোয়- আকুল মন, মা আসছে। পটে আঁকা হোক, নয়তো মাটির প্রতিমায়- মূর্ত মননে, মা আসছে। রাত জেগে অনেক ঠাকুর দেখা - বা গ্রামের একটি পূজা। নবঘটে অধিষ্ঠান, মা আসছে। প্রকৃতি সেজেছে আবাহনে- আনন্দ আকাশে বাতাসে। কান পাতলে ভেসে আসে- "জাগো, তুমি জাগো মা"।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register