T3 || স্তুতি || শারদ 26য় অর্পিতা কুন্ডু
শরতের আহ্বান
ফিরে এসো তুমি সন্ধ্যা নামার আগে
মেঘ যখন উঠোন পার হয়
সেই তুলসী মঞ্চের পাশে
মাটির দেউটি প্রজ্বলিত...
ফিরে এসো আরো একবার সন্ধ্যা নামার আগে
জোনাকির হাজার আলোয় আলোকিত
আমার উঠোন খানি
সাজানো শিউলির শরীরে....
ফিরে এসো মেঘবালিকার হাত ধরে
পুরোনো ভিটের রাজধানীতে
যেখানে শিকড়ের গন্ধ লেগে আছে....
আজ কোনো অনুষঙ্গ
ধরে ফিরে আসার প্রহর শুরু
শারদীয়ার সুরে মাঠ ঘাট প্রান্তর পেরিয়ে
এসে দেখো প্রবাসী ঢাকের বাদ্যি আর কাশের
দোলায় তোমার শৈশবের দিনগুলো
স্মৃতির পাতায় যত্নে তোলা....
ফিরে এসো বার বার
তুলসী মঞ্চের পাশে
পুরোনো ভিটের শ্যাওলা ধরা উঠোনে
শিকড়ের কাছে..
হাতে হাত রেখো
সময়ের পাতায়
আমার জন্যে.....
0 Comments.