Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 || স্তুতি || শারদ 26য় জয়দেব বেরা (রামধনু)

maro news
T3 || স্তুতি || শারদ 26য় জয়দেব বেরা (রামধনু)

বর্ষা মানেই তোমার সৌন্দর্য

বৃষ্টির সৌন্দর্য উপভোগ করি- আমি প্রেমিক বেশে এসে ; ভালোলাগে, যখন বৃষ্টির ধারা তোমার রূপে এসে মিশে। বৃষ্টিভেজা চুলের থেকে বৃষ্টির ফোঁটা যখন- এসে জমে, তোমার লাজুক ঠোঁটের কোণে; তখন তোমার ওই বৃষ্টিভেজা মুখখানির ছবি আমার হৃদয় আঁকে আপন মনে মনে। বর্ষা আনে প্রেমের জোয়ার তাই বর্ষায় তুমি থাকো একটু অভিমানী; বৃষ্টির দিনে প্রেম দিয়ে রাগ ভাঙাতে যাই কারণ তুমি যে আমার প্রিয় বর্ষার রানি। বর্ষার সময় আকাশের বুকে মেঘেরা আঁকে প্রেমের আল্পনা; আবার বিদ্যুতের হাসির শব্দে তুমি বৃষ্টিভেজা শরীরে জড়িয়ে ধরো আমার হৃদয়খানা। তাই বর্ষা মানেই তোমার সৌন্দর্য বর্ষা মানেই তো প্রেমের প্রিয় রাত; প্রেমের বন্ধন অটুট করতে - সারাটিজীবন আমার বুকে থাকুক তোমার দুটি হাত।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register