Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 || স্তুতি || শারদ 26য় আলতাফ হোসেন উজ্জ্বল

maro news
T3 || স্তুতি || শারদ 26য় আলতাফ হোসেন উজ্জ্বল

তোমাকে আত্নার ভাঁজে লুকিয়ে রাখি

আমার হৃদয়ের অধিবাসী তোমাকে আত্মার ভাঁজে লুকিয়ে রাখি!! হয়তো এগুলো আমার অনুভূতি উষ্ণতা আর শিহরণ বলে দেয় আমার মস্তিকে তুমি!! তুমি আমার নীলাম্বরী লাল ঠোঁট তোমার অভূতপূর্ব রঙে রঙ্গিন! আমি দৃঢ়চিত্তে চারু প্রেম কাননে চিত্রা হরিণের বেষ্টনী গড়ে তুলি, যেন এক প্রেমের বসন্ত। দেহতরী সুশ্রী রূপ.. ….. রোজ রাতে লিখি...... আবারও মুছি যতটুকু সম্ভব, উপলব্ধি করি শরতের কাশফুল গদ্য পদ্যে , আমার হৃদয় সুচাগার তোমার চিত্রাঙ্কন! নির্ভরতায় তুমি - রোমাঞ্চকর একটা গল্প, চিন্তা প্রভাতে অক্ষর প্রকাশ করি.... তুমি আমার স্বপ্নরাজ্যের.. মাঝ রাতের তাঁরা প্রহর... যেন একবার তাকাই, পলকে আবারও তাকাই যেন একটা নৈশব্দ, প্রথম বসন্ত প্রথম জীবনের উপমা.... তা-ই তো -ভোরে উঠি আর তোমার পথ চলার আগন্তুক হই - তারপর তোমার ছায়ার সঙ্গে হাঁটি ভিন্নতা মধ্যেও অসম্ভব একটা আল্পনা আঁকি....... লাল টুকটুকে গাল দুটোও একরাশ স্বপ্ন, তা-ই ঘুরঘুট্টি জগৎ বেলা শেষ অবশিষ্টাংশ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register