T3 || স্তুতি || শারদ 26য় সুব্রত চৌধুরী
বাজিমাত
আগমনীর সুরে এখন
লাগে না প্রাণে দোল,
মনের মাঝে নেইতো ঝংকার
তাক ডুমা ডুম বোল।
শোকের কান্নায় শারদ হাওয়ায়
চামর দোলায় কাশ,
ক্ষোভের মশাল হাতে আছি
তিলোত্তমার পাশ।
উৎসবে নয় উৎশবেতে
হাতে রেখে হাত,
অসুরটাকে নিধন করে
করবো বাজিমাত।
0 Comments.