Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 || স্তুতি || শারদ 26য় সুমিত মোদক

maro news
T3 || স্তুতি || শারদ 26য় সুমিত মোদক

শুরু হয়েছে

অসুস্থ শরীর থেকে বেরিয়ে আসতে চাইছে সময় ; গাইতে চাচ্ছে আগমনী গান ; চারিদিকে এখনও জমাট বাঁধা কালো কালো মেঘ , দধিচির হাড়ে চিৎকার … প্রকৃতি একটু একটু করে গুছিয়ে নিচ্ছে নিজেকে ; পুরুষকেও … গ্রামের আটচালাতে শুরু হয়েছে চণ্ডীপাঠ ; – যা দেবী সর্বভূতেষু শান্তি রূপেন সংস্থিতা … উমা এসেছে ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে বাপের বাড়ি , এ বঙ্গে , এ বিশ্ব চরাচরে ; তবুও তো আটপৌরে সহজ সরল মায়ের দুচোখে আতঙ্ক ; মেয়েটার তো এ সময়ে বাড়ি থাকার কথা ছিল ; ছেলেটারও … অসুস্থ সময় এখনও শুয়ে আছে ; ঠিক মতো দাঁড়াতেই পারেনা ; সে কারণেই মায়ের মন ভয় পায় ভিতরে ভিতরে ; কেবল এটুকু মনের জোর যে – উমা , শক্তি রূপেন সংস্থিতা … অসুস্থ সময়ের পাশে এসে দাঁড়ায় নতুন আরেক সময় ; খুবই যত্ন নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড় করানোর চেষ্টা … সামনে এখন রোদ্দুর খেলা করছে নিজের আনন্দে ; আকাশে , বাতাসে , দিগন্তে ছড়িয়ে পড়ছে স্তুতি – যা দেবী সর্বভূতেষু শ্রদ্ধা রূপেন সংস্থিতা … আটপৌরে মায়ের বুকে জাগে বোধনের মন্ত্র ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register