Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 || সমবেত চিৎকার || 26য় সোনালি

maro news
T3 || সমবেত চিৎকার || 26য় সোনালি

আজ এই হিংস্র শ্রাবণ

আমার সমস্ত জুড়ে পেতে দিলে রক্তে বোনা জাল । বাইরের আতঙ্ক , অগ্নি, বিভীষিকা , অসভ্য মাতাল , কদর্য ইঙ্গিতি চোখ , লালা-ঝরা শ্লেষ্মা মাখা গালি – তারও মাঝে দু পা গেড়ে মাটিতে মশাল শিখা জ্বালি নিস্পলক দৃষ্টি নিয়ে । এক পা এক পা সামনে রাখি পিছোয় হাঁ –জন্তুর মুখ – একেই বিজয় বলে ? বলো, এই কি জিতবার সুখ ? কচি মাথা গুঁড়ো করে নিশাচর ক্লীব অশ্বত্থামা । তৃণরঙা হে কেশব , থামাওনি যুদ্ধের দামামা, এ পৃথিবী দেবো কাকে ? বেশ্যাগ্রস্ত কৈশোর ঝিমোয় । যোনীতে পেতেছে ফাঁদ। মাতৃত্বকে রাস্তায় বিকোয় অট্টহাস্যে ছিন্নমস্তা । এ আমার ভারতবর্ষ , দেশ ? তবে জ্বালো আরও চিতা । রজঃস্বলা ছিন্ন মুক্ত কেশ যুদ্ধে আমি বাকি আছি । আমি আছি জাগ্রত সংঘাতে ধর্ষকের মুখোমুখি সংশপ্তক অস্ত্র ধরা হাতে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register