T3 || সমবেত চিৎকার || 26য় সোমা পালিত ঘোষ
আহ্বানে অন্তরে...
পুরোনো কোলাহল থেকে ফুঁড়ে উঠছে
যে আলোকবাড়ি — ভিজে আসা কাঠে
দ্যাখো ফুলকি - আলপনায় লাল চোখ ,
সারি সারি — ঝড় বাড়ছে এতো বৃষ্টি ,
এতো খনিজ এতো জল,
এসো সঞ্চয় করি হাত বাড়াই —
লুটিয়ে আসা বিচার সত্যের ছোঁয়ায় বিশ্বাসে পদ্ম ফুটবেই আলোকবর্ষ থেকে-
দুরন্ত বেগে গর্ভজলতলে মাস্তুলে, মহাকাশে, তোমার আমার সকলের ধ্বনিতে ধ্বনিতে-
চাঁদ উঠছে ধীরে ধীরে,
দ্যাখো চেয়ে রক্তমাংসের অন্তরে আহ্বানে
গর্ভজলতলে পুরোনো কোলাহল থেকে ফুঁড়ে উঠছে যে আলোকবাড়ি,
অন্তরে আহ্বানে...
0 Comments.