Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 || সমবেত চিৎকার || 26য় ইন্দ্রাণী ঘোষ

maro news
T3 || সমবেত চিৎকার || 26য় ইন্দ্রাণী ঘোষ

রক্তকরবীর পাপড়ী

বার্নাড শ বলেছিলেন ' সরকারের কাজ আগ্রাসী মত চাপিয়ে না দেওয়া । ক্রীতদাস তৈরি না করা । কিন্তু সব সরকার তাই করে থাকে । ' বিরাট সত্যি কথা । আর .জি .কর কলেজের তরুনী ডাক্তারের মর্মান্তিক ঘটনা মানুষকে সমূলে নাড়িয়ে দিয়ে গেছে । রাজধানী দিল্লীর সমালচনা চিরকাল করেছি আমরা আর জেনেছি কলকাতা সবচেয়ে সুরক্ষিত মহিলাদের জন্য । সেই কলকাতায় কর্মক্ষেত্রে এইভাবে প্রান দিতে হল এক তরুনীকে । ছিঃ । আর ছিঃ উচ্চারণের সাথে উঠে আসছে দলা দলা রক্ত । ঠিক এই কারনেই আজ কলকাতার পথে পথে রক্তছাপ ছড়িয়ে পড়ছে । এ যেন লক্ষ লক্ষ রক্তকরবী । দুঃখ একটাই নন্দিনীদের মৃত্যু না হলে কি রক্তকরবী কোনদিন ফুটবে না ? আজ আমরা অসহায় যন্ত্রণায় কাতর হতে হতে সবাই যাজ্ঞসেণীর কথাই ভাবছি যাঁর পাঁচটি ছেলে মৃত্যু বরণ করল ঘুমের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধে। কুরুক্ষেত্র , অচলায়তন আজও রয়ে গেল । যাজ্ঞসেণীরা বেঁচে মরে রইল , নন্দিনীরা মৃত্যুর কোলে ঢলে পড়ল । আর আমরা বিশে পাগলার মত গান বাঁধতে পারলাম না । আমাদের কোন উত্তরণ হল না । পড়ে রইল কয়েকটা রক্তকরবীর পাপড়ী । এই পাপোড়ীগুলোর কথা বার্নাড শ কোথাও বলেন নি ।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register