- 4
- 0
( ২৯ আগস্ট, ১৯৫৮ - ২৫ জুন,২০০৯) মনে আছে সেই মুনওয়াক! আমেরিকান সংগীত, নৃত্য, গীতিকার, অভিনেতা এই বিশ্ববিখ্যাত শিল্পী এই মানুষটি জ্যাকসন বা মাইকেল নামেই আমাদের কাছে পরিচিত ছিলেন। আজ তাঁর জন্মদিন। পাঁচ বছর বয়স থেকে যিনি বিনোদনের জগতে সকলকে তাক লাগিয়ে ৫০ পূর্ণ করার আগেই চলে গেলেন বিশ্ববাসীকে কাঁদিয়ে। তাঁর জন্মদিনে টেকটাচ টক টিমের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা।
0 Comments.