ইন্দিরা ব্যানার্জীর কবিতা
এক জন্মে
ঠিক যেখানে পথ শেষ, সেখান থেকেই খোঁজের শুরু;
নতুনত্ব-বৈচিত্র-রোমাঞ্চ না কি এক বুক হাহাকার
গুলিয়ে যায় ভাবনারা, যারা আশৈশব দু'য়ে দু'য়ে চার হবার সুযোগে বঞ্চিত;
কখন কখন প্রতিবাদে নীরবও থাকা যায়, সে বোধদয়ে খসে যায় বাকলের পর বাকল
জন্মান্তরের লোভ এক জন্মে;
অসম্ভব বলে কোন শব্দ না কি ডিক্সনারীতে নেই, তবে তা সরলের না কি কুটিলের; জানা নেই, জানা নেই...
0 Comments.