জয়ন্ত দত্তের অণুগল্প
সে
----এই এলে,ফিরে যাচ্ছো যে!
ম্লান মুখে বলে সে।
----না কাজ আছে!
বললাম বটে,অথচ কাজ তো তেমন নেই।পথ চেয়ে বসে থাকার মানুষ ও কেউ আছে বলে মনে হয় না।এমনই হচ্ছে কিছুদিন ধরে।কোথায় যাই, কি চাই,কিছুই বুঝে উঠতে পারিনা।গন্তব্যে পৌঁছেই মনে হয় এখানে তো আসতে চাইনি!তাই পৌঁছেই আবার রওনা দিই।কোথায় যাবো, যেতে চাই -- তা না জেনেই।
সে হাসে।বলে --এসেছিলে কেন!এসেই যদি চলে যাবে!
----জানিনা!
বিড়বিড় করে বলে উঠি।আসলে সত্যিই জানি না কেন এসেছিলাম।
-----যাবে কোথায়?
-----এই যাবো একটু...
বলেই বেরিয়ে পড়ি রাস্তায়।তাঁর বন্ধুতার উষ্ণতা ছেড়ে।কখন বৃষ্টি নেমেছে খেয়াল নেই ।ভিজতে ভিজতে রাস্তার দুপাশে সারিবদ্ধ গাছগুলির পাশ দিয়ে হেঁটে যাই।চেনা -অচেনা মানুষজন,যানবাহন সবকিছুর মধ্যে দিয়ে হাঁটি।তুমুল বৃষ্টিতে হাঁটতে হাঁটতে নানান কথা বলতে থাকি।আমার সঙ্গে পায়ে পায়ে হাঁটে আরও একজন।ভিজতে থাকে সেও...
0 Comments.