Thu 18 September 2025
Cluster Coding Blog

২৭তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা

maro news
২৭তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা ১৯ আগস্ট১৯৯৩ অভিনেতা, নাট্যকার, গ্রুপ থিয়েটার আন্দোলনের নেতা উৎপল দত্ত প্রয়াত হোন। আজ তাঁর ২৭ তম প্রয়াণ দিবস। গণনাট্য আন্দোলনের মাধ্যমকে তিনি সফলভাবে প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করতে পেরেছিলেন।তাঁর রাজনৈতিক আদর্শের প্রতিফলন দেখা গেছে সেইসব নাটকে।আজীবন মার্ক্সবাদে আস্থাশীল এই নাট্যকার, অভিনেতা ভারতে আজও এক আইকন।নাট্য আন্দোলনে নেতৃত্বদান ছাড়াও চলচিত্রে চরিত্রাভিনেতা,খলনায়ক ও কৌতুকাভিনেতা হিসেবেও তাঁর খ্যাতি ভারতের সর্বত্র আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর প্রয়াণ দিবসে টেকটাচটকের শ্রদ্ধা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register