হাসির গল্পে দেবাশিস মুখোপাধ্যায়
অথ কুকুর কথা
কুকুরগুলিকে ঠিক বোঝানো যাচ্ছে না
চারদিকে সিসি টিভি সতর্ক নজর রাখছে
কিংবা বুক পকেটে রাখা স্পাই ক্যামেরা
রাস্তায় তোমরা এঁকো না কোনারক বা খাজুরাহের দৃশ্যগুলি
তোমাদের ধর্ম এভাবে প্রকাশ্যে এনো না
কুকুরগুলি কিছুক্ষণ অনুগত পা ভিজিয়ে দেয় জিভের লালায়
তারপরই উন্মাদ হয়ে ওঠে
শহরে গ্রামে জলাতঙ্ক ছড়িয়ে পড়ে
যারা কুকুরধরার গাড়ি নিয়ে যেত তারাও কুকুর হয়ে গেছে ইদানিং
যারা কুকুরের ট্রেনার তারাও এখন
একইভাবে দাঁত নখে সক্রিয়
কেউ ভাবতে পারছে না আলাদা করে কখন কুকুরের আত্মা ঢুকে যাবে
একঘেয়ে একটা কবিতাকে এতোক্ষণ
প্রশ্রয় দেওয়ার পর দেখছি
মুখ দিয়ে একই শব্দ বেরোচ্ছে
ঘেউ ঘেউ ঘেউ
0 Comments.