কবিতায় ওয়াসিম আন্সারি
কোথাও পৌঁছবে
তারা ভুল করে ছিল
ভেবে ছিল বৃষ্টি এবং বন্যা অনিবার্য
দূর্বার ছুটে অাসবে নদী
তারা ছুঁয়ে থাকবে বিশালতা
মানুষ নিমজ্জিত পাপে
এখনও হাঁটছে তারা নদীর পাশাপাশি
শুনেছি নদী ঠিকানা ভুল করে না
নদীকে জিজ্ঞেস করলে
নদী দেখিয়ে দেয় সময় এবং মৃত্যুর সীমানা
কিন্তু কোথায় পৌছব আমরা?
নক্ষত্রের ঠিকানায় ছায়ার শরীর
এখনও হাঁটছো পরস্পর একা একা
স্পর্শ করে রাত্রির হিম জলীয়তা
ভিজে মাটির গন্তব্যে নীল গহন
অথবা সেই গানের লাইন গুলো.........।।
0 Comments.