কবিতায় অমিয়কুমার সেনগুপ্ত
স্বাধীনতা তিয়াত্তর
এনেছি দুহাতে, রক্তে
পুজো করে
রাখতে পারিনি।
সেই যে কে পুঁতেছিল চারা
আজ থেকে তিয়াত্তর সূর্যোদয়ে , ভোরে
বড় বেশি ম্রিয়মাণ, তাকে
উজ্জীবিত করাই গেল না ।
কে যেন বাজিয়েছিল বাঁশি
আমরা শুনেছি, শুনে
ছুটে গেছি, তবু
বেশি দূর এগোতে পারিনি ।
প্রস্তর-আকীর্ণ পথে কারা
হেঁটেছিল, ধুলো উড়েছিল
পথে, পদচ্ছাপ
কবেই মিলিয়ে গেছে, পাখি
গান আর গাইতে পারল না।
রক্ত দিয়ে যাকে ফিরিয়েছি
তাকেই এ অবেলায় আজ
জলেতে ভাসাই। ভেলা ডোবে ....
দুপাশে অনন্ত বন, পথ
নেই! পায়ে জড়ানো শৃঙ্খল।
আমরা আজও দাঁড়াতে পারিনি ....
0 Comments.