চড়ুইভাতি আনন্দমুখর আত্মিকতার দৃঢ় বন্ধন
ব্যস্ত জীবন জনারণ্য ছেড়ে নিখাদ রসাস্বাদে,
খোঁজে পাহাড়-সমুদ্র বন কিংবা নদীর ধার
অপূর্ণ মানুষের পূর্ণতা পায় মিলনের আস্বাদে।
শোনা যায় পাতাঝরার মর্মর ধ্বনির আহ্বান
"এসো দোহে মিলে গাই জীবনের গান",
জটিল জীবনের যন্ত্রনা ধুয়ে বাঁচার মন্ত্রে
আনন্দ পিয়াসী মনে ঢেউ তুলে আবেগের বান।
0 Comments.