Fri 19 September 2025
Cluster Coding Blog

কাব্য কথায় অমলেন্দু কর্মকার

maro news
কাব্য কথায় অমলেন্দু কর্মকার

প্রস্থান

বৎসরের শেষ সূর্য বিষণ্ণ বদনে করে শোক , অতীতের মুখপানে দিয়ে যায় মৃদু ম্লানালোক ।
পড়ে থাকে সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি খেলা , সময়ের স্রোত বেয়ে বহে যায় বৎসরের বেলা ।
স্মৃতিরাগ ফিকে হয় ক্রমশ অস্পষ্ট কলতান, নতুন বছর আসে সাক্ষী রয় সূর্য আর গান ।
সময় আপনমনে ইতিহাস ঠিক লিখে রাখে , জীর্ণ পুরাতন যায়, 'ব্যাটন' ধরার কেউ থাকে ।
বিগত বছর পরে ধুলিজাল জমে ওঠে ক্রমে ; ঘটমান বর্তমান জমা হয় বিস্মৃতির খামে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register