Thu 18 September 2025
Cluster Coding Blog

Celebrating Lines In Bengali By পিয়ালী বসু

maro news
Celebrating Lines In Bengali By পিয়ালী বসু

২৫শের আরোগ‍্য নিষেধ 

আজ লিখতে বসেছি। রেশম কোমল তন্ত্রীতে মিশে থাকা অজস্র দ্রোহ আর চিরন্তন অপমানের কথা।
বুঝতে পারছি, সমবেত সংলাপ ,আমাকে ইতিহাসের সবচেয়ে নির্জন চরিত্র করে তুলেছে। এই যে স্নায়ু ঘিরে থাকা ভাঙাচোরা অন্ধকার, এও তো আসলে প্রামাণিক নিক্ষেপিত সংস্কার মাত্র।
এই মুহূর্তে, আমার রুগ্ন আর কম্পিত শরীর বেয়ে নেমে আসছে ক্ষমাহীন, জ্বালাধরা, ক্ষীণপ্রায় আয়ুরেখা আমার ঝিম ধরে থাকা পায়ে গত জন্মের নুড়ি - দাগ।
চারপাশ ভরে রয়েছে ফর্মালিন গন্ধে আমার কাছে কোন সুরক্ষা বলয় নেই তাই, জন্মলগ্নের দিকে ঠেলে যাওয়া স্রোত কে আটকাতে পারি নি আমি।
আজ একটু সাহায‍্য চাই আপনাদের। সূক্ষ্মতর শোকের পাশে নতজানু হয়ে বসার অনুমতি চাই। একটু উত্তাপ চাই। শুদ্ধতা চাই।
আজ ২৫শে তাই আবার লিখতে বসেছি বিব্রত এক অপমৃত‍্যুর কথা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register