Thu 18 September 2025
Cluster Coding Blog

কাব্যানুশীলনে মধুমিতা আদক

maro news
কাব্যানুশীলনে মধুমিতা আদক

আগন্তুক

দুর্নিবার ঝড়ের মত এক একটা মানুষের আগমন ঘটে জীবনের বাগিচায়, সে দেখে না চেয়ে পাতা ঝড়ানোর মরসুম না কি পাতা কচানোর সময়। প্রচন্ড এক দমকা হাওয়ায় সে হলুদ হেমন্তের মরসুম হয়ে প্রতিটি গাছের প্রতিটা পাতা ঝড়িয়ে পর্ণমোচি সত্ত্বা আনে জীবনের বাগিচায়। তার আচরণে থাকে না কোনো জড়তা কোন বর্বরতা । না থাকে কোন হুড়োহুড়ি বা আলস্যতা। আপন ছন্দে সে আসে মহানন্দে একটা ঝড়ের মতই, শুধুই ঝড়িয়ে দিয়ে যায় জীবনের জীর্নতা শীর্ণতা ।

ঝেড়ে নিয়ে যায় একঘেঁয়েমির সবটুকু মলিনতা। সে তোমাকে নতুন করে সাজিয়ে দেবে ভেবোনা, তবে নবরূপের বিকাশের পথের সেই নির্মাতা। সেই পথ বেয়ে প্রকৃতির নিয়মে নব সজ্জায় সজ্জিত হয় জীবনের নন্দন কাননে। এমন মানুষ প্রায়শই মেলে না জীবনে চলার অয়নে। তবুও তার পথচেয়ে থাকে মন থোড়-বড়ি-খাড়ার জীবনে। হয়তো বা সে আসে নিতান্তই কোনো আগন্তুক হয়ে, অথবা কোনো পরিচিতের পরিচয়ে। কিম্বা আসতে পারে বন্ধুত্বের ছোঁয়া নিয়ে, অথবা প্রেমস্পদ হয়ে। তাহলে কিন্তু অন্য ঝড় ও ওঠে জীবন বাগিচায়, পর্ণমোচি উপাধির সাথে চরিত্র হীনতার অপবাদ ও জুটে যায়। তবুও প্রতিটি প্রাণ থাকে সেই মানবের আশায়, যে দুরন্ত এক ঝড় হয়ে এসে মলিনতার পর্ণমোচন ঘটাবে জীবন বাগিচায়।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register