আমি কি তবে এবার,
দুশ'ছ টা হাড় খুলে খুলে
জ্বেলে দেবো ঈশ্বর বিশ্বাসী হয়ে।
আমি কি তবে এবার,
শ্রেনী বৈষম্যর সিড়ি বেয়ে উঠে
নেমে যাবো লেনিন সরণীর সবুজে।
আমি কি তবে এবার,
চিৎকার করে বলবো, হ্যাঁ আমি
মরেছি, মরছি তোমার প্রিয় শবদেহ হয়ে।
আমি কি তবে এবার,
সমস্ত প্রেম বুকের খননে রেখে
জ্বলে পুড়ে, চলে যাবো শীতকালীন দেশে।
0 Comments.