Thu 18 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান নীলকান্ত (সেরার সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান নীলকান্ত (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ২৩ বিষয় - নবান্ন

বাঙালির নবান্ন

আধুনিকতায় চাষের ক্ষেতেতে বেহাল হয়েছে ‘হাল’ শহুরে ছোঁয়ায় গ্রামীণ চেতনা হয়েছে যে বেসামাল । তবু আজো ফুলে ভ্রমরা গুঞ্জে সন্ধ্যায় ফেরে পাখিরা কুঞ্জে কলতানে তার মুখরিত হয় নিকট থেকে দূর, গ্রামীণ জীবনে গ্রাম্য আচারে ছড়ানো গ্রামীণ সুর ।
অঘ্রান শেষে গোলা ভরা ধান খুশী আনে ঘরে ঘরে উৎসবে মাতে জাতি ভেদ ভুলে নবান্ন শিয়রে । বর্ষায় যত ধান হল রোয়া শরতের ক্ষেতে সবুজের ছোঁয়া হেমন্তে সোনা ধানের ফলনে হৃদয়ে খুশির বান, নবান্নে আজ বাতাসে ভরেছে নতুন ধানের ঘ্রান ।
নাবন্ন হল উৎসব এক কৃষি হল যার প্রান বাংলা যে তার মাতৃভূমি বাংলায় যার মান । বধূরা সকলে উপবাস করে আলপনা দেয় দুয়ারে দুয়ারে লক্ষীর পুজা প্রতি ঘরে ঘরে অন্নকে সম্মান, চাল গুড়ো আর নলেন গুড়েতে নবান্ন আয়োজন ।
পিতৃপুরুষে নবান্ন দিয়ে চাহিদা পুরন ক’রে শাস্ত্র আচারে গৃহীরা সকলে পুন্য যে লাভ করে । কাকবলি আর বীরবাশ প্রথা আজও কিছু গ্রামে পায় মান্যতা পিতৃপুরুষ কাক ও দেবতা স্মরণ করে যতনে, পুজা শেষ হলে সকলেই মিলে স্বাদ নেয় নবান্নে ।
বহু জাতি আর বহু দেশ কালে উৎসব করে নতুন ফসলে তেমনি বাঙালী রসে বশে মিলে মুগ্ধ আবেশে নবান্ন পালে । গুড় খই মোয়া পিঠে পুলি হাসে ক্ষীর পায়েসের সুবাস বাতাসে হরেক রকম ব্যঞ্জন পাতে সেদিন রসনা পুরন, আনন্দে গানে খুশী কলতানে উৎসব সমাপন ।
কোথা গেল হায় সেই সব দিন স্বপ্ন মাখানো চেতনা রঙিন প্রথা ভুলে আজ নিয়ম পালন নবান্ন তাই হয়েছে মলিন । ঘরে ঘরে আজ হয় না তো আর ভাসে না বাতাসে সুবাস জোয়ার মেলা হীন থাকে মাঠ প্রান্তর ভুলতে বসেছে মন, হয়তো এভাবে মাহাকাল স্তুপে হারাবে এ পার্বণ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register