Thu 18 September 2025
Cluster Coding Blog

দি মর্নিং ড্রিঙ্ক ( আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে কবিতা) - কুণাল রায়

maro news
দি মর্নিং ড্রিঙ্ক ( আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে কবিতা) - কুণাল রায়

দি মর্নিং ড্রিঙ্ক

শুভ সন্ধ্যা জানাই তোমায় আজ, হাতে নিয়ে এক পেয়ালা চা, মিশ্রিত আছে নানা উপকরণ, রাখতে এই কায়া ও ছায়া সতেজ! সাথে আছে টা, খেতে ভারী মজা, দুজনে মিলে কাটল তাই- ভারী মজায় সন্ধেটা!
চা, চীনা পরিচিতি তোমার, জন্ম তোমার পাহাড়ে, নিখুঁত ভাবে কাটা স্তরের, মাঝে! যেখানে জমে না জল, বহু বৃষ্টির মাঝে- এ যেন এক প্রাকৃতিক বিস্ময়! বিস্ময়ই বটে, যার খোঁজে যায় অসংখ্য কর্মী, তুলে আনে তোমায় আপন ঝোলায়! ভয় নেই চিত্তে, কোনও সর্পের, কোন নর খাদকের, যার কামনার অনলে বলি হতে হয়েছে- কত নারীকে! সাক্ষ্য বহন করেছে যে জোছনা, অথবা- অন্ধকার কালো রাত্রি, সন্মান যেখানে চূর্ণ বিচূর্ণ- তবুও জঠরের আগুন, টেনে নিয়ে যায়- সেই চায়ের বাগানে- ঘন, অস্তিত্ব রক্ষার, এক অব্যাহত লড়াই: বর্তমান যেখানে, প্রতিক্ষণ, প্রতিনিয়ত!
এই ত্যাগের মাঝেই, সুখের স্বর্গ গড়তে তাঁরা ব্যস্ত আজ- পরের দুয়ারে! প্রভাতের উষ্ণ পানীয়, সঞ্চার করে এক শক্তি, স্নায়ুকুল ফিরে পায় প্রাণ, দিনের প্রফুল্লতা, পায় এক নতুন সংজ্ঞা!!
[ আন্তর্জাতিক চা দিবস - ১৫ ডিসেম্বর ]
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register