Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় মানস চক্রবর্ত্তী

maro news
কবিতায় মানস চক্রবর্ত্তী

অনিন্দিতা যেদিন চলে গেল

অনিন্দিতা যেদিন চলে গেল মনে হল একটি নক্ষত্র পতন | আমি বলতে পারিনি - অনিন্দিতা ফিরে এসো , বলতে পারিনি- চলো বসি একটু হিজলের ছায়ায় , শুধানো হয়নি তার চলে যাবার অন্তিম ক্ষণটিতে - কী রেখে যাচ্ছ আমার জন্য | আন্দাজ করা যেতে পারে তবু দু'একটা পুরানো প্রেমের গন্ধ অথবা দার্শনিক হৃদয় , যেখানে প্লেটো -চার্বাক -কাণ্ট প্রতিশ্রুতি মতো তর্ক করে ; সে তর্কের মীমাংসা হেমন্তর অবকাশে করা যেতে পারে | অনিন্দিতাকে কি আমি ভালোবাসতে পেরেছিলাম নারীর অভিমানের চেয়ে বেশি ! কিন্তু আমার কি কোনো অভিমান থাকতে পারে না ? অভিমান করে আমিও লিখলাম - ইতিহাসের পুনরাবৃত্তি আবার হবে পর্বতগাত্রে আবারো জন্মাবে দেবদারু গাছের জঙ্গল গভীর রাতে চাঁদ জেগে উঠবে রূপনারায়ণের জলে |
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register