Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতা সিরিজে অনিকেশ দাশগুপ্ত

maro news
কবিতা সিরিজে অনিকেশ দাশগুপ্ত

১। কথা

সুখের কথা বলি বেগবান ধোঁয়ার সফলতার কথা, জীবনগন্ধের ভারে ক্ষয়িষ্ণু সন্ধ্যার বিরহে অপেক্ষা-যাচাই , খোলা জানলার ওইপারে সুদূর রাত্রির অর্কেস্ট্রায় ক্ষুন্নিবৃত্তি । অনেক দিন হাঁটতে হাঁটতে এই প্রান্তরের হাওয়ায় হাত মেলে ধরি – অনুভূতিময় ত্বকের প্রয়োজনাতিরিক্ত স্পর্শে নুয়ে পড়ে সফল শীষ, কাঠের প্রাণ ! এখানে জন্মান্তর ইতিহাস-বিরল আদালত কক্ষে আমি খরচ করেছি যৌবন, বিশ্রাম উপযুক্ত আলাপচারিতায় দেখেছি খাদ্যের রং ছড়ে যেতে ।

২। খেলা

বহুগামী সেই ছায়াগুলি ঘিরে জলের তলদেশে যে দীর্ঘ জিভের তর্জমা করেছি আজন্ম ,তার তরঙ্গে আজ-ও সাম্মানিক ডানা ঝরায় জীবন্মৃত পিঁপড়ের দল ; ঘরে ফেরার তীব্র বাসনায় আঘাত করি সমস্ত জলতল আজ কতদিন পর , নামে নামে ডাক পাঠায়নি কেউ । ভাঙা কুটিরের পথে কল্পনার কুয়ো আর চৌহদ্দিহীন আকাশকুসুমে বেড়া বাঁধি, সতর্কে পা ফেলি যেন দুপুরের ঘুম কাটিয়ে ছিটকিনি খুলে , এক ছুটে, আকাঙ্খার বৃক্ষগুলির প্রশান্ত শিয়রে বসিয়ে রাখা রঙবাহারি পাখিদের এলোমেলো বার্তা – কোনো এক মহাশূন্যের পথে পাড়ি দিতে পারে ।

৩। তফাৎ

ঐ যে শূন্যস্থান ভ’রে ওঠার ধ্বনি ডানার ভাঁজ থেকে গুঁড়ো গুঁড়ো পতনের মাপ সমৃদ্ধ করে ঠিকানা ; অর্ধেক জীবন জলের নীচে চোখ টিপে ব’সে থাকা জলের রঙ্গোলি ফাঁক ক’রে দ্যাখো আঁশে ঢাকা বটি ঘুরিয়ে ধরা নিজের দিকে
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register