(অপ্রমাদ অমৃতের পথ। প্রমাদ মৃত্যুর। অপ্রমত্তের মৃত্যু নেই, যারা প্রমত্ত তারা মৃতেরই ন্যায়।)
সুজাতার পায়েসপাত্রে
কি যে এক ভালবাসা ঈশ্বরচেতনা লুকিয়ে ছিল বটবৃক্ষ জানে বেশি।
বোধিসত্ত্ব একখন্ড লুম্বিনী উদ্যান টুকরো করে
এ বিশ্বে বিনা অন্তর্জালে দিয়ে গিয়েছিলেন।
0 Comments.