Thu 18 September 2025
Cluster Coding Blog

কাব্য কথায় অমলেন্দু কর্মকার

maro news
কাব্য কথায় অমলেন্দু কর্মকার

শৈশব

ধুলো মাখা শৈশব মধু মাখা স্মৃতি; ফেলে আসা সেইসব ভালোবাসা, প্রীতি।
আজ ফের ভেসে ওঠে হারানো সে ছবি; মনে পড়ে বার বার চেনা মুখ সব'ই।
মেঠো পথে দৌড়ায় ছোট ছোট ছেলে; কেউবা নদীর জলে লাফালাফি খেলে।
খেলা শেষে কেউ কেউ ঝগড়ার পরে; নালিশ জানায় মা'র আঁচল টি ধরে।
আজো খুঁজি সেই সব স্বপ্নের দিন; ডাক দেয় শৈশব, বাকি থাকে ঋণ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register