Thu 18 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

maro news
মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ২১ বিষয় - ভ্রাতৃদ্বিতীয়া

ভ্রাতৃদ্বিতীয়ার উদ্দেশ্য

বিচিত্র সম্পর্ক জালে জড়িত মানবজীবন সুসম্পর্কের দৃঢ়ভিত্তিই সুস্থ বাঁচার রসদ, জাগতিক মায়া মমতায় ঘেরা জীবনে সম্পর্কের সুফল ফলাতে স্বার্থই গলদ।
সম্পর্ক সুতোয় বাঁধা মানুষে মানুষে কত না রঙিন স্বপ্নের ছবি আঁকে, স্বপ্নের সার্থকতায় সহায়ক আন্তরিক প্রীতি মানবিক টান‌ই জীবনকে মাধুর্য্যে ঢেকে রাখে।
ঐহিক জীবনে পারস্পরিক সান্নিধ্যে গড়ে সুসম্পর্ক সম্পর্কে কেউ বা ধরায় জন্মদাতা পিতা-মাতা কেউ বা আপন ভাই-বোন কেউ কাকা দাদা মামা কেউ বা সম্পর্কের বাঁধনে ছেলে মেয়ে জামাতা।
জন্মসূত্রে থাকে বিচিত্র সম্পর্ক একই সময়ে বাবা-মা সন্তান সন্ততি সহোদর সহোদরা, এক‌ই উদরে জন্মের সম্পর্ক ভ্রাতা ভগিনী একই বাৎসল্য রসে পুষ্ট নিবিড় সম্পর্ক গড়া।
বৈচিত্র্যময় মানুষের সম্পর্ক সেরা ভ্রাতা ভগিনী পারস্পরিক অমলিন প্রীতিপূর্ণ পুণ্য বন্ধন, আশা-ভরসা প্রত্যয়ে সহায়ক দুজন দুজনের স্নেহবিগলিত অন্তরে কল্যাণী ইচ্ছার পত্তন।
ভাইয়ের কল্যাণেই ভ্রাতৃদ্বিতীয়া ঘরে ঘরে বলিষ্ঠ বন্ধনের চেতনায় এই উৎসব পালন, যুগে যুগে পুরাণ শাস্ত্রে লেখা কত কাহিনী যম-যমী কিম্বা সুভদ্রার-কৃষ্ণের ফোঁটা গ্রহণ।
কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইয়ের ভালে মঙ্গল কামনায় ভাইফোঁটা, বোন কিম্বা দিদির যমীর প্রেরণার় পুণ বোধে কল্যাণী ইচ্ছায় অনামিকা আঙ্গুলে দেয় ফোঁটা।
ভ্রাতৃদ্বিতীয়া হিন্দু পরিবারের এক ঘরোয়া উৎসব পূজারী ব্রাহ্মণের নেই কোনো প্রয়োজন, শাঁখ উলুধ্বনি দিয়ে শিরে ধান দূর্বার আশীষে আনন্দ-উচ্ছ্বাসে এক পারিবারিক পবিত্র পার্বণ।
এই মাঙ্গলিক অনুষ্ঠানে ভাই-বোনের প্রীতি উপহার যে যার সাধ্যমতো সাধে বস্ত্র করে দান, উপহার শেষে মুখ মিষ্টি আদরে সোহাগে আন্তরিকতায় ভ্রাতৃতৃদ্বিতীয়া মাঙ্গলিক অনুষ্ঠান।
বিভিন্ন স্থানে ভ্রাতৃদ্বিতীয়ার বিভিন্ন নাম পরিচিতি কোথাও ভাইফোঁটা কোথাও ভাইবিজ, ভাইদুজ রীতি নিয়মেও নানা রূপের আয়োজনের ঘনঘট বিচিত্র রূপের মাঝে এক লক্ষ্য কল্যাণ বীজ।
নামে নিয়মে নিষ্ঠায় হোক না যতই ফারাক মূল উদ্দেশ্য একটাই ভাইয়ের শুভকামনা, কল্যাণবোধে অন্তরে আনন্দের জোয়ার জাগে ঘরে ঘরে ভাইয়ের তরে বোনের পুণ্য প্রার্থনা।
স্বার্থের নেশায় আলগা আজ সম্পর্কের বাঁধন প্রীতির সম্পর্ক উড়ছে একাকী চিতাভস্মে, খুন ধর্ষণ হানাহানি বিদ্বেষের আগুন নেভাতে ভাইফোঁটাই পারে নিবিড় সম্পর্ক ছড়াতে বিশ্বে।
পরিবেশে সুস্থ সম্পর্কের আজ বড়ই অভাব বাঁচার সুস্থতায় চায় নিষ্কাম নিবিড় ভালোবাসা, কামনা-বাসনাহীন পুণ্য সম্পর্কের আন্তরিকতায় বাঁধতে আজ ভাইফোঁটার মূল উদ্দেশ্যই ভরসা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register