হৈচৈ কবিতায় কিংকর দাস
হারিয়ে যাওয়া ছোটোবেলা
শিউলি তলায় ঘাসের মাথায়
ফুলের ছড়াছড়ি।
ঠাম্মার ঘরে ভরদুপুরে
আচার কাড়াকাড়ি।
জটাই বুড়ি লাটাই ঘুড়ি
চাঁদের হামাগুড়ি।
এক্কাদোক্কা পাঞ্জা ছক্কা
মস্ত একানড়ি।
বাদল জলে নৌকা চলে
সাত সাগরে পাড়ি।
কোথায় আজ গল্পবাজ
থুরথুরে সেই বুড়ি।
সবার জানা মাউস ছানা
করেছে তারে চুরি।
0 Comments.