Thu 18 September 2025
Cluster Coding Blog

কচিকাঁচা সবুজের দলে পার্থসারথি চক্রবর্তী

maro news
কচিকাঁচা সবুজের দলে পার্থসারথি চক্রবর্তী

প্রিয় গাছকে লেখা ছোট শিশুর চিঠি

প্রিয় বন্ধু,
আমার তোমার সাথে প্রথম দেখা বারান্দার টবে। মা'র হাত ছেড়ে যখন হাটঁতে শিখছি এক দু'পা। ছোট্ট হাতটি ধরে ঝাঁকিয়ে দিয়েছিলে। পরম মমতায়। জল দিয়ে, মাটি গুঁজে দিয়ে তোমাকে বাড়তে দেখেছি । তুমি আর আমি দু'জনেই বড় হয়েছি পাশাপাশি । কবে দু'জনে দু'জনার বন্ধু হয়ে উঠেছি, টেরও পাইনি। মায়ের মতো করে তোমার যত্ন নিতে শিখেছি । এখন আমি বেশ বুঝি তুমি আমার কত ভালো আর ভরসার বন্ধু । তোমার মানে, তোমাদের ছাড়া অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। তোমরা ছায়া দাও, ফল দাও; না জানি আরো কত কিছু দাও! মায়ের মুখে শুনি তোমাদের ছাড়া পরিবেশ, বাস্তুতন্ত্র এসব নাকি অচল । এককথায় গোটা পৃথিবী রক্ষায় তোমরাই মূল কারিগর। আজ যখন ভাইরাসের আক্রমণে বিশ্বের মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয় ও কৃত্রিম উপায়ে শ্বাস চালাতে হয়, তখন বুঝি কি অকাতরে তোমরা সবাইকে অক্সিজেন সরবরাহ করে চলো । মায়ের মুখে শুনে কষ্ট হয় যে আমরা কিভাবে তোমাদের ধ্বংস করি। আমাদের অযত্নে ও দোষে আমাজনেও এত বিস্তীর্ন বন পুড়ে যায় । সাময়িক লোভে কেটে ফেলি তোমাদের। আমাদের মাফ কোর বন্ধু । আমরা তোমাদের অপরাধী । আমি সবাইকে বোঝাব, বলব তোমাদের যত্ন নিতে । তোমরা থাকলেই আমরা বাঁচব, জগৎ রক্ষা পাবে । তোমরা সবাই ভালো থেকো,বন্ধু । আমরা হাতে হাত রেখে এ পৃথিবীতে প্রাণের আলো জ্বালিয়ে রাখব।
ভালবাসা নিও,
তোমার ছোট্ট বন্ধু
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register