শেয়ালদার ভীড় লক্ষ লোকের
এক জোড়া চোখ, ঘুরে ফিরে আসে
নির্লিপ্ত নির্বিঘ্নে। সহস্র লোকের
নিষ্পেষণে সে হয় ক্লান্ত---
চায় একটু বিশ্রাম,
চায় ক্ষতি পূরণের অবসর.
ভোর আকাশের ফিকে হাওয়া
চন্দ্র কিরণে, অসংখ্য সে পাখি---
নতুন করে স্বপ্ন দেখে,
ঘর বাঁধবার
নতুন সে পৃথিবীর ঘর।
0 Comments.