Thu 18 September 2025
Cluster Coding Blog

শনিবারের কবিতায় মৌমিতা নন্দী

maro news
শনিবারের কবিতায় মৌমিতা নন্দী

তথাগত বুদ্ধ

নেপালের কপিলাবস্তু-রাজা শুদ্ধোধন পাইলেন একখানি পরম রতন নাম তার তথাগত, রূপ অপরূপ মায়াদেবী কোলে তিনি কোটি সূর্য্যরূপ 'বুদ্ধ' হইবেন তিনি, কহিলেন মুনি, সকলেরে শুনাইবেন সংসার সার-বাণী। ধ্যানযোগে করিলেন আসক্তিরে জয় বিশ্ব-সংসার হইলো তাই বুদ্ধদেবময়। সারনাথে আসিয়া প্রভু শুনাইলেন সবে ত্যাগীও আসক্তি সবে, দুঃখ চলে যাবে। শ্রমণ হইয়া প্রভু করেন মাধুকরী পদব্রজে করিলেন ভ্রমণ বিভিন্ন নগরী। নারী-পুরুষ অগণিত ভক্ত হইলো তাঁর এই দেব করাইবেন ভবতরী পার। হস্তখানি তুলিয়া তিনি দিলেন অভয় জীবন-যাপন করা নিশ্চিন্ত নির্ভয়। অহিংসার বাণী তিনি শুনাইলেন সবে, চৌর্য্য নয়, মিথ্যা নয়- সত্য লইবে জীবে। রোগ-জরা-মৃত্যুরে করিওনা ভয় সৎকার্য্য করিও জগতে সবায়। এই শিক্ষা জগতেরে দিলেন তথাগত মনের আঁধার সব হইলো অপগত। অর্ধনিমীলিত আঁখি, স্মিতহাস্য মুখ মনের মাঝারে জাগে অপার্থিব সুখ। বুদ্ধদেব দেবতারে স্মরি বারেবারে মনের সকল শ্রদ্ধা ফুল হইয়া ঝরে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register