Thu 18 September 2025
Cluster Coding Blog

গল্প গাথায় বনশ্রী রায়

maro news
গল্প গাথায় বনশ্রী রায়

 উহ্য

আমার ফেলে আসা রাতের টুকরোয় হিসেবি জীবনে উল্কি কাটা দাগ ৷ ঝোড়ো বাতাসে উড়ে চলে সংযমী চাদর বালিশ সংসার ৷ নিত্য অভ্যাস "অগ্নয়ে স্বহা"যাপনের একপ্রান্তে দাঁড়িয়ে তুমি ৷ জন্মান্তরে এক দিঘি প্রেম আমার দেরাজে তোমার অপেক্ষায় ,তুমি আসবে বলেই... ভালোবাসা কি সুনিপুণ অপরাধ? ফিসফিসে বাতাস আজন্মলালিত প্রেমকে পরকীয়া তকমা আঁটলেও অবাধ্য মন স্বীকার করে না ৷ দিন যত রাতের কোলে আশ্রয় নেয়, আমার ব্যালকনির নিভু আলোয় তোমার ছায়া দীর্ঘতর হতে থাকে ৷ আমি সম্পূর্ণ নিমজ্জিত সর্মপিত অন্তরালে ৷ কালপুরুষের কথকতায় মেটামরফিক আমি ৷ স্তর ভেঙে তোমার শিকড় আমার মনের ছাল বাকল স্পর্শ করছে সর্ন্তপণে ৷ আমার আসবাবমুখী ঘরোয়া পৃথিবীতে চাঁদের প্রচ্ছায়া ৷ পূর্ণগ্রাস গ্রহণ অভিপ্রেত ৷ প্লেটনিক দর্শনে ফায়ারপ্লেসের ওম ৷ থার্মোমিটারের পারদ উর্ধ্বমুখী ৷ শহরপ্রেমে একলা ভোর , নিভন্ত চাঁদ বাড়ির মাথায় জ্বলে ৷ আড়মোড়া ভেঙে শীতঘুমে জেগে ওঠে জলোচ্ছ্বাসি শরীর ৷ মুহূর্ত হেঁটে চলে ,জোয়ারের টানে ৷ স্বপ্নের সিঁড়ি বেয়ে তপ্ত মিলনসুখ চিহ্ন এঁকে রাখে ৷ হঠাৎ পাতা উল্টায় ৷ কুয়াশা উড়িয়ে গুঁড়ো কাঁচের মিহি দানা চোখের পলকে ৷ শীতশরীরে যে পাতারা নির্বাসনে গিয়েছিল , আলতো হাতে ফিরছে গাছে ৷ উড়ে যাওয়া পালক , একমুঠো সুখ ধরতে চাইছে ৷ বিকিকিনির হাটেবাজারে মেঠো আলপথ, হলদে সরষে ফুল ,নিমের ডালে মধুমক্ষী ৷ এ এক অবাক পৃথিবী ৷ ডুবন্ত নৌকায় দাঁড়িয়ে চিনে ফেল৷ নদীপাড় ৷ , অভ্যাসের শোকমিছিলে পিছিয়ে পড়া একা আমি পায়ে পায়ে চলি একবার জীবন খুঁজতে ৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register