পুরুষ তোমার ভালোবাসার, ভাষা কেন কঠিন
হৃদয়ে রাখলে দূরে ঠেলে দাও
ভালোবাসার জন্য শাস্তি দিয়ে কি শান্তি পাও
নিজের খেয়াল গড়ে কেন দাও ভেঙ্গে
কাকে হারিয়ে তুমি, কার ব্যথায় ব্যাকুল হও
তোমাকে ভালোবাসলে মুহুর্তে পর করে দাও
সব বুঝলেও, কেন বুঝি না তোমায়
তোমাকে ধরা গেলেও, কেন বাঁধা না যায়
আমার ভালোবাসার তুমি এত পরীক্ষা কেন নাও
অশ্রুহীন কান্না কি শুনতে পাও না তুমি
পুরুষ তোমার ভালোবাসার, ভাষা কেন কঠিন।।
0 Comments.