Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় মানস ঘোষ

maro news
কবিতায় মানস ঘোষ

মেলাবো না হাত

একের পর এক করমর্দনে বাড়তে থাকে সংক্ৰমণ, কোথাও রানী অথবা কোনো দেশের রাজকন্যা..
আমরা সে ঝুঁকি নিইনি, খেলিনি দোল, দরবারে কাটেনি আঁচড়..
যদিও কিছু উড়ান.... তা হোক, ওরা তো আমাদেরই লোক !
এখন লকডাউন.. কথা শোনো, ঘরে থাকো নিজেরাই বুঝে নাও, নিজেদের ভালো
মুশকিল? - জানি, এত যে মানুষ ! এত বড় দেশে !.. কেউ থাকে ঘরে কেউ পথে যায় ভেসে...
এরপর...কেউ খাবার জোগাড় করতে গিয়ে.. কিছু ঘরে ফেরার হাঁটায়.. কেউ বা অনাহারে বাকিরা সংক্রমণে.. এইভাবে সংখ্যায় কমতে থাকি , ক্রমাগত সহজলভ্য হয় নির্জনতার সুযোগ , দূরত্বের পরিসর !
একসময় উঁচু বাড়িগুলো টিকে থাকে কেবল, তারও পরে, পড়ে থাকে শুধু রাজদরবার !
আর ভয় নেই...
আমরা পোকামাকড়ের মতো মরে যাবো, হে রাজন, তবু মেলাবো না হাত .. ছুঁয়েও দেখবো না ঐ ক্রূর পাশার দান !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register