Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় বদরুদ্দোজা শেখু

maro news
কবিতায় বদরুদ্দোজা শেখু

স্থবির প্রহরে 

ভোর ভোর ওঠার অভ্যাস আজকাল বদলে' গেছে , বলা যায় বিষণ্ণ হতাশা ছড়িয়ে পড়েছে ক্ষুদ্র জীবনযাপনে। মনের প্রজাপতিগুলোর ডানাপাখনা ছেঁটে গেছে অদৃশ্য দস্যু করোনার ত্রাসে। তবু বিদ্রোহী মনে বেপরোয়া রোখ চড়ে--- "চলো অশরীরী দেখে আসি স্থবির পৃথিবীটাকে, টেক্সাস প্যারিস রোম লন্ডন নয়, অন্ততঃ নিজের শহরটাকে দেখে আসি দূর দিয়ে সৃসিক্ষু ঝটিকা সফরে " ---- ইত্যাকার ভাবতে ভাবতে পৌঁছে গেলাম একাই ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার চত্বরে--- সেখানে চৌদিক ছিল খোলা মাঠ , এখন লোহার রেলিং দিয়ে ঘেরা, রেলিঙের পারে ফুলগাছ ঝাউগাছ বাহার বসেছে, ভিতরে চৌহদ্দি জুড়ে বাঁধানো হাঁটার পথ সুচারু সুন্দর এখানে অনেক মেলাখেলা হয় , অনুষ্ঠান হয় যুবকযুবতী বুড়োবুড়ি জোড়ায় জোড়ায় ঘোরে সকাল বিকাল, বালক বালিকারা বেলুন ওড়ায়, ফেরিওয়ালাগুলো খাদ্যদ্রব্য খেলনাপাতির মনোরম পসরা সাজিয়ে বসে, বিনোদনে উৎসবে গমগম করে ।- - - - এখন সেসব শুনশান অচেনা চত্বর , শ্বাস ফ্যালে শুধু শিরীষ বৃক্ষের জিরাফের মতো উঁচুউঁচু গ্রীবাগুলো বিবিক্ত প্রহরে। নিত্য ভিক্ষুকরাও দেখি প্রাণভয়ে ঢুকেছে গুহায় ।
দেখতে দেখতে এমন দৃশ্য , অস্পৃশ্য বিশ্ব জুটলো এসে আষ্টেপৃষ্ঠে ক্লিষ্ট এবং নিঃস্ব, শিষ্টাচারের রীতিপ্রথায় হাতকড়া প্রচ্ছন্ন দূরত্ব বাঁচিয়ে চলার মহড়ায় আচ্ছন্ন অধিকাংশ জনমানব টুঁড়ি পরার অভ্যাস করতে ব্যস্ত নাকে মুখে , সুখের স্বপ্নবিন্যাস ত্রস্ত ধ্বস্ত ভূতগ্রস্ত, আমোদ প্রমোদ বন্ধ দ্বন্দ্ব-দ্বিধার পদক্ষেপেও সংক্রমণের গন্ধ শুঁকছে সবাই, ধুঁকছে সবাই খাদ্যাভাবে দৈন্যে কর্মহারা লাখো বেচারা জীবন-যুদ্ধের সৈন্যে শ্রমিক মজুর ঝি-চাকরানি খেটে-খাওয়া নিত্য অধিকাংশ গণসম্প্রদায়, দায়দায়িত্বের বৃত্ত অসহায় স্থবির নুলো, ধামাকুলোর গোষ্ঠী ঝাঁপ ফেলেছে পথের ধারেও প্রান্ত জনসমষ্টি, সবাই ক্যামন ব্রাত্য এবং সবাই সন্দিগ্ধ । করোনা-গ্রাসের বিশ্ব-ত্রাসে উৎকট নিষিদ্ধ স্বতঃস্ফূর্ত ক্রিয়াকলাপ , বিলাপের দুঃসংবাদ ছড়াচ্ছে অপ্রতিরোধ্য , দুর্বোধ্য বরবাদ মনে হচ্ছে জীবনযাত্রা , মাত্রাছাড়া ভাইরাস সংক্রমণে শ্মশান-কবরে ভ'রে উঠছে শব-লাশ ।
এই অবকাশ হয়তো রক্ষা করবে দূষণাপন্ন পরিবেশকে, জাগবে আবার প্রকৃতির লাবণ্য; অন্যমনে করছি যখন এমন আশার ভিক্ষা -- এই করোনা দিয়ে গেল কি কোনো কিছুর শিক্ষা ? পরিবেশের ভারসাম্য ? প্রকৃতি সংরক্ষণ ? সেই আস্থায় চাগিয়ে উঠে বিদগ্ধ বিপন্ন মন।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register