Thu 18 September 2025
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় আরণ‍্যক বসু

maro news
হৈচৈ কবিতায় আরণ‍্যক বসু

🌿স্কুলের গন্ধ পাবো ?🌿

এই যে বদ্ধঘরে কেমন লকডাউনের গন্ধ , এই যে আমার ইস্কুল বাস কাজ হারিয়ে থমকে ; সেই যে পাগল ঝড়ের শেষে ডালপালাদের কান্না... ঠিক তখনই টিভির পর্দা আমাকে দিল চমকে ! স্কুল খুলবে ? স্কুল খুলবে ? স্কুল খুলবে এ এ এ ? সেই যে আমার প্রত‍্যেক দিন বায়না করার ছুতো, মার পিঠে দুই কিল বসিয়ে -- আমার সঙ্গে খেলো-- বলেই দেখি , লে হালুয়া, সবুজ পাতার মধ‍্যে , এঁচোড়গুলো কখন যেন কাঁঠাল হয়ে গেলো ! স্কুল খুলবে ? স্কুল খুলবে ? স্কুল খুলবে এ এ এ ? সেই যে আমার শুক্লপক্ষ -- কৃষ্ণপক্ষ চেনা ! সেই যে দিদির কুরুশ-কাঁটায়-- আমরা করবো জয় ; সেই যেখানে ঝিলের ধারে জোড়া ঘুঘুর বাহার... কিন্তু তখন রোগের জ্বালায় চেনা মানুষের ক্ষয় ! স্কুল খুলবে ? স্কুল খুলবে ? স্কুল খুলবে এ এ এ ? আমি একদিন, দেখে নিও,বন্দীজীবন শেষে, বাবার মতো কবি হয়ে এই সব দিন আঁকবো ; বন্ধুরা সব দেয়াল জুড়ে লিখবো, লিখেই যাবো-- উই শ‍্যাল ওভারকামের সঙ্গে আমরা বেঁচে থাকবো । স্কুল খুলবে ? স্কুল খুলবে ? কবে ইস্কুল যাবো ? খাতার পাতায় আবার কবে ক্লাসের গন্ধ পাবো ? ক্লাসের গন্ধ...স্কুলের গন্ধ... ক্লাসের গন্ধ.....🏃🏃🏃
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register