হিংস্র বাঘ চিরকাল একইরকম হিংস্র
কুৎসিত কুকুর চিরকাল একইরকম কুৎসিত,
নর্দমার নোংরা কীট চিরকাল একইরকম নোংরা,
বিষধর সাপ চিরকাল একইরকম বিষাক্ত,
কিন্তু মানুষ কতখানি মানবিক?
এখনো মানুষের ভেতর জেগে থাকে হিংস্র বাঘ, কুৎসিত কুকুর,
এখনো মানুষের ভেতর বাস করে নর্দমার নোংরা কীট,
মানুষের হৃদয়ে ফণা তুলে বসে থাকে বিষধর কালসাপ!
0 Comments.