Thu 18 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান বীরেন আচার্য্য (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান বীরেন আচার্য্য (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ১৭ বিষয় - প্রতিমা নয়, প্রতি মা'তেই দুর্গা তারিখ - ২২/১০/২০২০

আত্ম - সরসিজা

চিন্ময়ী মা বাড়িতে তোর, মণ্ডপের মা তো মৃন্ময়ী- তিনিই তো মা দশভুজা, সকাল সন্ধ‍্যে ভরাভয়ী । স্তন‍্যপানে হ'লি বড় , দেখলি যে জগৎ আলোময় মাটি-মা আজ আলোয় ভাসে নিজের মা টা তমসাময়। অফিসের ভাত,ছেলের টিফিন, আর শ্বশুরের সেবাযত্ন শাশুড়ির গঞ্জনা সয়েও একা হাতেই কর্মরত্ন । দুটি হাতেই দশভুজা সবার জন‍্য প্রাণপাত তোর জীবনে প্রথম শিক্ষার সেই তো প্রথম ধারাপাত । শোন্- কু-পুত্র যদিবা হয়, কু-মাতা তো কদাপি নয় সন্তান শিরে চির আশীষ , সেই মাতা যে অভুক্ত রয় । মাটির মা কে পুজো করিস গর্ভধারিণী পায় না ভাত নয়নজলে বুক ভাসে তার কাটে না যে আঁধার রাত । সামনে দেখিস্ তার দুটো হাত অলক্ষ‍্যে যে অষ্টহাত- শিক্ষা-দীক্ষা,বিবেক-বুদ্ধি তোর প্রাণেতে আলোকপাত। লাখো টাকার মণ্ডপ গড়িস্ মাটির মায়ের আবাহনে জননী রয় বৃদ্ধাশ্রমে অশ্রু ঝরায় নাড়ীর টানে । আসল দুর্গা বাড়িতে তোর সেই তো আসল দশভুজা চরণকমলে রাখ্ মাথা হাসুক আত্ম-সরসিজা ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register