Thu 18 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

maro news
মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ১৭ বিষয় - প্রতিমা নয়, প্রতি মা'তেই দুর্গা তারিখ - ২২/১০/২০২০

তোর মা'ই যে জগজ্জননী

তোর মা'ই সমস্ত নারী শক্তির প্রতীক জগজ্জননী দেবী দুর্গার প্রতিমূর্তি তোর যিনি গর্ভধারিনী, দেখ্ চেয়ে তাঁর পানে দুর্গা গুণের অধিকারিণী শুভশক্তির শুদ্ধ মূর্তি জগতের মঙ্গল প্রদায়িনী।
সমাজ-সংসারের কল্যাণে অশুভ শক্তি বিনাশিনী মা রূপে ঘরে চিরন্তন মহাশক্তির আধার তিনি, পার্বতীর অবতারে যেমন দুর্গা শিবের সহধর্মিনী তেমনি তোর মা যে ঘরে পিতার ধর্ম অনুসারিণী।
ছলনাকারী দূর্গম অসুর বধে মৃণ্ময়ী মা দুর্গারূপিনী ঘরে মা'ও তো তোর মঙ্গলে সব শঠতা বিনাশিনী, সকল দুর্গতি মোচনে যেমন মা দুর্গা দুর্গতিনাশিনী তেমনি সংসার সংকট বিদূরণে মা দশভূজাধারিণী।
সমস্ত সমাজ-সংস্থিতির মূলে তোর‌ই জগজ্জননী তিনিই কভু দুহিতা,ভগিনী কভু জায়া,জননী,গৃহিণী, তারি সততা নিষ্ঠায় সংসার শান্তি,মঙ্গলের আশ্রয় সংসার-বৃক্ষ ফুলে-ফলে সর্বাঙ্গ সুন্দর শোভিত হয়।
মায়ের পুষ্টি, প্রেরণা, সেবা যত্নে পেলি সুন্দর জীবন তিনি করেন তোমার জীবন বৃদ্ধি সৌন্দর্যের লালন, দেবী দুর্গা রূপে তিনি আছেন সকলের ঘরে ঘরে তবুও মূর্খ মানুষ মাটির প্রতিমাকেই শ্রেষ্ঠ মনে করে।
দেবী দুর্গার অজেয় শক্তির ধারক তোমার জননী জীবন সংগ্রামের প্রতিক্ষণে অপরাজেয় তিনি, দশভূজা দুর্গার মতোই তাঁর ঘরে-বাইরে কর্ম সাধন জন্মদাত্রী রূপে তিনি করেন জগতের সৃষ্টি পালন।
তোমার মা'ই সুপ্রজননে আনে মানবসমাজের বিবর্তন দুর্গা মায়ের গুণ-বৈভবে করেন সর্বশক্তির উদ্বোধন , গৃহাঙ্গণ তাঁর পুণ্যকর্মে শুচিশুভ্র মঞ্জুলমধুর মঙ্গলতীর্থ ধূলিমলিন সংসারে তিনি শান্তির স্বর্গ রচনায় অব্যর্থ।
লক্ষ্মী স্বরূপিনী জগদ্ধাত্রীরূপে মহামহিমান্বিত জননী সর্ব্বতোমুখী কল্যাণমন্ডিত অভ্যুদয়ের ধারাবাহিনী, কখনো তিনি রুষ্টা, ভয়ংকরী কালী দানব দলনী কভু পতির দূর্নামে আত্মবিসর্জিতা পতিব্রতা রমণী।
কখনো জননী তোর অশুভ অসুর নাশে খড়গহস্তা কখনো চন্ডিকা রুদ্রাণী কখনো বা ছিন্নমস্তা, কখনো বরাভয়দাত্রী রূপে আশীষ করেন দান কভু দুঃখ বেদনা হতাশায় সন্তানের পাশে দাঁড়ান।
সংসারের দুঃখ জ্বালা দহনে তিনি সর্বংসহা কখনো প্রতিশোধে জাগে তাঁর প্রতিশোধ স্পৃহা, এমন দশপ্রহরণধারিণী জ্যান্ত দুর্গাকে রেখে ঘরে মাটির প্রতিমাতে জননীকে কোথায় খুঁজিস মরে ?
তোর মঙ্গলে যিনি সদা জেগে তোর মাথার পরে তারেই খুঁজে মরিস অজ্ঞানের অন্ধকারে মূর্খ ওরে ! নে এবার খুঁজে নে তোর জননীকে দেবী দুর্গা রূপে পূজা কর্ গর্ভধারিনীকে মনের ভক্তি-শ্রদ্ধা ধূপে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register