শুধু তোমারই জন্যে
হৃদয়ের বাগিচায় রঙিন ফুলের চাষ করেছি
আকাশের রামধনু দিয়ে সাজিয়েছিলাম
সেই বাগান।
তখন কি জানতাম আমার সেই
ফুল্লকুসুমিত হৃদয় একদিন কেবলই
একটা রক্তসঞ্চালক হৃৎপিন্ড হয়ে যাবে!
আর যেখানে তোমার আসন পাতা ছিল
ঠিক সেই সুসজ্জিত হৃদয়-কুঠুরিতে
এখন দিবারাত্র ধুকপুক করেই চলেছে
পেসমেকার।
0 Comments.