Thu 18 September 2025
Cluster Coding Blog

প্রবন্ধে রতন বসাক

maro news
প্রবন্ধে রতন বসাক

নিজের ইচ্ছা না থাকলে কোন কিছুই জোর করে শেখা যায় না

আমরা যদি অনেক অনেক বছর আগে ফিরে যাই । তখন দেখতে পাবো আমরা অর্থাৎ মানুষরাও অন্যান্য পশু পাখিদের মতোই বনে জঙ্গলে ঘুরে বেড়াতাম । তখন আমরা সবাই খাওয়া-দাওয়া, ঘোরা-ঘুরি আর শোয়ার কাজই করতাম ; মনে আর কোন ইচ্ছাই ছিলো না । তাই তখন আমরাও জন্তু জানোয়ারদের মতোই জীবন যাপন করতাম বনে জঙ্গলে ।
মানুষই হলো একমাত্র প্রাণী যে কথা বলতে পারে ও ভাবনা চিন্তা করতে পারে । এরপর মানুষের চিন্তা-ভাবনা ধীরে-ধীরে বদলাতে থাকলো । মানুষের মধ্যে নানান রকম ইচ্ছে জাগলো । আর সেই ইচ্ছা আর পরিশ্রমের ফলেই, মানুষ আজ অন্যান্য প্রাণীদের থেকে উন্নত ও এগিয়ে চলেছে । ইচ্ছার সঙ্গে সঙ্গে সামর্থ্য ও উপায় করে নিলে সব সমস্যার সমাধান হয় ।
আমরা যা কিছুই করি না কেন, মনের মধ্যে কোন নিজস্ব ইচ্ছা না থাকেলে সেই কাজটা কিন্তু আমরা করতে পারি না । ইচ্ছাই আমাদের প্রেরণা জোগায় সেই কাজটি করার জন্য । আমার মনের মধ্যে যদি কোন ইচ্ছাই না থাকে, তাহলে আমি অলস হয়ে বসে থাকবো আর কোন কাজই করবো না । তাই কোন কাজ করতে গেলে প্রথমে মানসিক ইচ্ছার প্রয়োজন হয় প্রত্যেকটি মানুষের ।
কে কতটা শক্তিশালী সেটা তার শারীরিক গঠন দেখে কিন্তু বোঝা যায় না । আমি এমন অনেক মানুষ দেখেছি যারা বাইরে থেকে দেখলে মনে হবে ভীষণ শক্তিশালী কিন্তু মানসিকভাবে তারা অনেক দুর্বল । আবার এমন মানুষও দেখেছি যাদের দেখলে মনে হবে না তারা ভীষণ শক্তিশালী । কিন্তু তাদের মানসিক ইচ্ছা এতো মজবুত যে তারা যে কোনো কাজ করতে এগিয়ে যায় সবার আগে ।
আমরা কেউই কিছু শিখে আসি না আগের থেকে এই ভুবনে । জন্মের পর থেকে আমরা চেষ্টা ও ইচ্ছার বলে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ খেলোয়ার কেউ বা অন্য কিছু হই জীবনে । এ সবই আমাদের মানসিক ইচ্ছার প্রতিফলন । ইচ্ছা থাকলে উপায় হয় । তাই ইচ্ছা যদি আমি করি তবে জীবনে অনেক কিছুই পেতে পারি । কারো মনে ইচ্ছা না থাকলে জোর করে কোন সময়ই তাকে কিছুই শেখানো যায় না ।
ইচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে একটা বিশেষ স্থান দখল করে থাকে । কোন কাজ না করার অনেক বাহানা করা যায় । কিন্তু যদি মনের মধ্যে ইচ্ছে থাকে তাহলে যে কোনো কাজই করা যায় । ইচ্ছে থাকলেই হয়তো সব সময় সব কাজ করা যায় না । তবুও বলবো ইচ্ছে থাকলে পুরোটা না হলেও অনেকটাই কাজ করা যায় । ইচ্ছে একজন দুর্বল মানুষ কেও মানসিক ভাবে অনেক সবল করে দেয় । জীবনের প্রতিটি পদে ইচ্ছেটাই হলো বড় কথা । মনের মধ্যে ইচ্ছে না থাকলে আমি এক পা'ও এগোতে পারব না ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register