Fri 19 September 2025
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় রবীন বসু

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় রবীন বসু

পদ্মপাতা টলমল

এক জীবনে এত প্রেম কোথায় পেলি তুই এই জীবনে এমন আগুন বুকে ধরলি সই?
পদে পদে ছন্দপতন, পদে পদে ভয় প্রতারণার সাপের ছোবল কেমনে করবি জয়?
আঁচড়ে দেবে কামড়ে দেবে রক্তমাখা নখ এটাই নাকি বাবুদের উইকএণ্ডের জোক্ !
শিরদাঁড়াটা আগে ছিল কোমল এবং বাঁকা চাবুক খেতে চাবুক খেতে এবার একটু ঝাঁকা!
ঘুমের মধ্যে স্বপ্ন দেখিস রাজপুত্তুর ছেলে গাঁ ছাড়ছিস নতুন কনে সূয্যি তখন হেলে।
স্বপ্ন সে তো মরীচিকা আঁধার রাতের মায়া জীবন এখন মুড়িয়ে গেছে খুঁজছে শুধু ছায়া।
বেলা বাড়ে বয়স হাঁটে চোখের নিচে কালি অন্ধগলি ছেড়ে এবার রাস্তায় খেলি গালি।
এক জীবনে এমন ক্লান্তি আর এক জীবন বাকি অনেক জীবন ঘুরে এসে পাবি কি তোর সাথি?
এক জীবনে এত প্রেম, রাখবি কোথায় বল— পদ্মপাতা টলমল, কইন্যা কচুপাতায় জল !

তোমাকে আকাশ ভাবতে পারিনি

তোমাকে আকাশ ভাবতে পারিনি, তাই ক্রমশ ছোট হতে হতে আমি এখন বিন্দুবৎ
সমস্ত অক্সিজেন নিঃশেষ করে মাস্ক পরিহিত আমি আইসিইউতে হয়তো-বা ভেন্টিলেশনে চলে যাব
তোমাকে আকাশ ভাবতে পারিনি, তাই জীবনের সব নীল ঘোলাজল আরো ধূসর হয়েছে
যাবতীয় বিষাদ আমার কক্ষপথে ঢুকে পড়ে আমি অক্টোপাসের প্যাঁচের মতো অবরুদ্ধ শ্বাসহীন
আমার বলয় ঘিরে দুর্নিবার সন্দেহ বীতস্পৃহ ভাইরাস বীতনিদ্র সময় বিতংস পেতেছে
তোমাকে আকাশ ভাবতে পারিনি, তাই নামহীন গোত্রহীন মাস্ক-পরিহিত আমি মৃত্যুর অপেক্ষায় আছি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register