Fri 19 September 2025
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় তনিমা হাজরা

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় তনিমা হাজরা

অয়ি অমৃতদায়িনী

নীল, ঘন নীল, সুদূর আকাশে, মেঘেদের দেশে। আমি সেই শঙ্খচিল, আজও আছি ভেসে.......
নীচের পৃথিবী, কী বা মনোহর, মানুষের গড়া নগর,শহর, দলে দলে নামে মানুষের ঢল স্বপ্নের রঙ নীল, স্বপ্নের রঙ নীল।।
মাঠে মাঠে কত শিশুদের খেলা, কলে কারখানায় শ্রমিক জটলা, মাঠে, মাঠে কত চাষীদের গান, দিগন্ত জুড়ে সবুজে সবুজে সুখ ঝরে অনাবিল।।
ভালবাসাময় প্রেমিকের দল নারী ও পুরুষে মিলনের সুখে আবেগে আবেশে কী বা বিহ্বল।।
এসব দেখে শঙখচিলের সুখে ভরে যায় বুক, সুখে ভরে যায় বুক।।
হঠাৎ সেদিন দূর থেকে দ্যাখে সারি সারি এত মৃতদেহ কেন, শুনশান পথ, মানুষের দল নিশ্চিহ্ন যেন , মাঠে মাঠে সেই শিশুগুলি নেই, নেই বৃদ্ধ,যুবকের দল, মাঠে পড়ে আছে সোনার ফসল, নেই চাষীদের গান, কলে কারখানায় শ্রমিকেরা নেই, ফেরিওয়ালা নেই রাস্তায়, ভিখিরিরা নেই একতারা হাতে সেই যারা গান গেয়ে ভাত খায়, ভাত পেতে গান গায়।।
পাখিরা আছে,পশুরা আছে, আছে তো মাঠেও ফসল, অট্টালিকারা খাড়া হয়ে আছে, ফল ফুল সব ঠিক আছে গাছে, তবে, কোন গহ্বরে নিমেষে লুকালো লক্ষ কোটি প্রস্ফুটিত মানব শতদল?
দিগন্ত জুড়ে আর্তনাদে, উড়তে উড়তে আকাশের গায়ে শঙখচিল সে ডুকরে কাঁদে, আয় রে আয় রে আয় রে ফিরে তুই ছাড়া কে ফুলকে বলবে তুমি কতো সুন্দর, আকাশের দিকে তাকিয়ে লিখবে অবিনশ্বর অক্ষর, তুই ছাড়া কে মাটিকে চষে সোনালী ফসলে ভরে দেবে তাকে সমুদ্রমুদ্রা রূপালী রূপের নৃত্যলীলায়িতা ছন্দে জীবনের এত উথাল-পাথাল গাঁথবে গভীর আনন্দে।
তুই ছাড়া কার মনের ভেতর এমন আবেগ নদী, এ পৃথিবী আর পৃথিবী থাকেনা হে মানুষ তোকে হারাই যদি, ওরে একবার তোকে হারাই যদি।।
দূর আকাশে সীমাহীন নীল ঘুরপাক খায় সেই শঙ্খচিল, দিগন্ত জুড়ে আর্তনাদে শঙ্খচিল সে ডুকরে কাঁদে, এই মড়কের পৃথিবীর গায়ে ঝরে পড়ে তার ব্যথিত প্রাণের দু'ফোঁটা অশ্রু জল।
সেই জল যেন মারীর ওষধি, মুছে দেবে হলাহল, সব রোগ শোক এড়িয়ে আবার ফিরবে মানুষের দল পথে, মাঠে, ঘাটে, সমুদ্রতটে, ফিরবে সবাই ভালবাসা হাতে সব সীমান্ত পেরিয়ে।।
নীল ঘন নীল আকাশের গায় আমি যে শঙ্খচিল, এখনো উড়ছি আকাশের গায়, ঝিরিঝিরি বায় এ সুখ আশায়, দূরের থেকে আবার দেখব জীবনের স্রোতে ভেসে যাওয়া যত মানুষের কোলাহল।।।
মৃত্যুরূপেণ সংস্থিতা মাগো, বরাভয় নিয়ে এসো, প্রকৃতির সাথে যত অন্যায়, সে ক্ষতিপূরণে মানুষেরই দায়, সব ক্ষমা করে নতুন প্রাণের অঙ্কুর হয়ে এসো, বীজের ভেতর রসের মতন, ধানের শীষের হাওয়ার মতন, অনেক মৃত্যু পেরিয়ে পেরিয়ে তবুও বাঁচতে চাওয়ার মতন, বিষাদ অসুর বধ করে তুমি, অফুরান এই প্রাণের জোয়ারে শক্তিরূপেই এসো, মাতৃরূপেই এসো, শান্তিরূপেই এসো, অমৃতের মতো এসো।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register